সুর



স্বপ্নে তার গভীর জোছনা ফুটেছে,
মৃদুমন্দ বাতাস রূপালী তরঙ্গে সোনালী শরীর,
বৃত্তাকার অজস্র ফুল লাল, নীল,
সাদা পাপড়িতে ঢেকে যায় ছায়াছন্ন আকাশ।

ঐ মায়াময় মুখ, নিদ্রামগ্ন চোখ,
দুইপাশে শান্ত তটিনী সৌরভ,
সুরভীত জোছনার জল।
বহুযুগ হতে ভাসিয়ে এনেছে একটি পাখী
তোমার ডানার পালকে লিখো তার নাম-
সখা, সাধিকা তোমার গভীর প্রশান্তিতে শুয়ে আছে।

অথচ আমিও ছিলাম বেদনার্ত, একা,
নিমগ্ন চিত্তে রঙ-তুলি হাতে প্রতীক্ষায়...

আঁকছি - আকাশে দুইটি চাঁদ,
দুইদিকে জ্বলে থাকা
ঘাসের ওপর শুয়ে আছে একটি রঙীন তৃণ

অবশেষে আরো একটি চাঁদ ভাসিয়ে দিলাম শুন্যে,
ঐ মুখচ্ছবি, তৃণ হতে ধীরে ধীরে ভেসে যায়
শত ফুল-রঙ ঝরে, বহু সৌরভ মাখা পাপড়ি
ছড়িয়ে পড়েছে চরাচর;
চোখ হতে স্রোতধারা সবুজ ঘাসের মাঠ কেটে
বহুদূর মিলে গেছে।

বহু অপেক্ষার পর লিখেছি প্রথম শব্দের ছায়া,
আকাশে তিনটি চাঁদ অজুত জোৎস্না ফেলে
ঢেকে দেয় অমল অপেক্ষারত আমার শরীর।
তোমাকে ডাকছি প্রিয়...
সকল আলোড়নে,
নৃত্যপর কারুহাত মেলে
সবুজ পাখির কণ্ঠার ফুল।
আহা কত মায়াময় সংগীত উড়ে যায়,
কত সুর কম্পনরত হাওয়া;
ঘুরে ঘুরে জোৎস্না গলে আমাকে ভিজিয়ে যাচ্ছে,
সেখানে প্রশান্ত শরীর নিয়ে
শূন্যে ভেসে আছো তুমি,
দুটি চাঁদ তোমাকে দেখছে।

নেমে আসি আমি সেই সূতকন্যা,
আকাশের মধ্যভাগে
কতযুগ আলোকের ধারা মেলে যাবে হায়?
এভাবে কি সুখ, স্বর্গ, সুর গুলো একা একা
তোমার আত্মায় মেখে ভেসে থাকা?
কি অর্থ তাহার, শুনি!

শান্ত তটিনী বয়, আমি এই অটল সাধিকা
তোমাকেই কেন্দ্র করে নির্জন প্রান্তরে
লিখেছি গান যত
সেই সুরগুলো শোন, বাতাসে প্রতিটি কম্পন,
আলোর কণিকা ফেটে,
জগৎ-মহালয়ে নৃত্যরত
প্রাচীন সংগীত, বিষাদের জলে সিক্ত করে যায়
আমার উদিত তৃতীয় নয়ন,
যেখানে তুমি চাঁদ হয়ে আছো।
অনন্ত জীবন
আমি নিমগ্ন হলাম বহুকাল হতে ধ্যানরত!

About this poem

Desire drives art!

Font size:
Collection       
 

Written on October 07, 2021

Submitted by Upama_Afreen_Kheya on August 24, 2022

Modified by Upama_Afreen_Kheya on September 08, 2022

1:28 min read
39

Quick analysis:

Scheme
Characters 3,878
Words 296
Stanzas 8
Stanza Lengths 4, 6, 2, 3, 6, 13, 6, 11

Discuss the poem সুর with the community...

0 Comments

    Translation

    Find a translation for this poem in other languages:

    Select another language:

    • - Select -
    • 简体中文 (Chinese - Simplified)
    • 繁體中文 (Chinese - Traditional)
    • Español (Spanish)
    • Esperanto (Esperanto)
    • 日本語 (Japanese)
    • Português (Portuguese)
    • Deutsch (German)
    • العربية (Arabic)
    • Français (French)
    • Русский (Russian)
    • ಕನ್ನಡ (Kannada)
    • 한국어 (Korean)
    • עברית (Hebrew)
    • Gaeilge (Irish)
    • Українська (Ukrainian)
    • اردو (Urdu)
    • Magyar (Hungarian)
    • मानक हिन्दी (Hindi)
    • Indonesia (Indonesian)
    • Italiano (Italian)
    • தமிழ் (Tamil)
    • Türkçe (Turkish)
    • తెలుగు (Telugu)
    • ภาษาไทย (Thai)
    • Tiếng Việt (Vietnamese)
    • Čeština (Czech)
    • Polski (Polish)
    • Bahasa Indonesia (Indonesian)
    • Românește (Romanian)
    • Nederlands (Dutch)
    • Ελληνικά (Greek)
    • Latinum (Latin)
    • Svenska (Swedish)
    • Dansk (Danish)
    • Suomi (Finnish)
    • فارسی (Persian)
    • ייִדיש (Yiddish)
    • հայերեն (Armenian)
    • Norsk (Norwegian)
    • English (English)

    Citation

    Use the citation below to add this poem to your bibliography:

    Style:MLAChicagoAPA

    "সুর" Poetry.com. STANDS4 LLC, 2024. Web. 26 Dec. 2024. <https://www.poetry.com/poem/134780/সুর>.

    Become a member!

    Join our community of poets and poetry lovers to share your work and offer feedback and encouragement to writers all over the world!

    December 2024

    Poetry Contest

    Join our monthly contest for an opportunity to win cash prizes and attain global acclaim for your talent.
    5
    days
    5
    hours
    33
    minutes

    Special Program

    Earn Rewards!

    Unlock exciting rewards such as a free mug and free contest pass by commenting on fellow members' poems today!

    Quiz

    Are you a poetry master?

    »
    A brief and intentional reference to a historical, mythological, or literary person, place, event, or movement is called a _______.
    A hyperbole
    B allusion
    C simile
    D metaphor